ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় স্বামীর উপর অভিমান করে নুরজাহান বেগম (৬৫) নামে এক নারী আত্মহত্যা করেছে। নুরজাহান উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় খুটিনাটি বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির করে নুরজাহান। তারপরে স্বামী ও স্ত্রী রাতে এক সাথে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে স্থানীয়রা বাড়ির বসতঘরের পশ্চিমপাশে আমগাছের ডালের সাথে গলায় পড়নের কাপড় পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। নুরজাহান ১ ছেলে ও ২ মেয়ের জননী। স্বামী কৃষি কাজ করেন।
সালথা থানার এসআই মমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।