ফরিদপুরের আলফাডাঙ্গার সাংবাদিক হারান মিত্র আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯

ফরিদপুরের আলফাডাঙ্গার সাংবাদিক হারান মিত্র আর নেই


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক খোলাকাগজ ও সিএনএন টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারান মিত্র আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মিরপুরে আলহেরা ইসলামিয়া হাসপাতালে ভাইরাস জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি পিতা-মাতা, দুইবোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবারের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক এমপি আব্দুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেলসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

এদিকে আগামীকাল শুক্রবার দুপুরে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাদড়া তার নিজ এলাকার শ্মশানে তার অন্ত্যষ্টিক্রীয়া সম্পন্ন হবে। 

Post Top Ad

Responsive Ads Here