বুরকিনা ফাসোতে মসজিদে গুলি, ১৬ মুসুল্লি নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

বুরকিনা ফাসোতে মসজিদে গুলি, ১৬ মুসুল্লি নিহত

সময় সংবাদ ডেস্ক//
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের পর এবার আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নামাজরত মুসল্লিদের ওপর অস্ত্রধারীরা গুলি করে কমপক্ষে ১৬ জনকে হত্যা করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মুসল্লিরা যখন একটি মসজিদে নামাজ আদায় করছিলেন তখন সেখানে অতর্কিতে হামলা চালায় অস্ত্রধারীরা।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর দেয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম সালমোসিতে গ্রান্ড মসজিদে।

এই এলাকাটি মালি সীমান্তের কাছে। এ সময় স্থানীয় অধিবাসীরা ভয়ে, আতঙ্কে পালাতে থাকেন।

পাশের শহর গোরোম-গোরোম এর একজন বাসিন্দা বলেছেন, পরের দিন সকাল থেকেই ওই এলাকা ছাড়া শুরু করেছেন এলাকাবাসী। একটি সূত্র বলেছেন, ঘটনাস্থলেই কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here