মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে।বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার দুপুর থেকে রাজধানীতে প্রায় তিনঘন্টা ব্যাপী মুষলধারে বৃষ্টিপাত হয়।ভারী ও মাঝারী ধরনের বৃষ্টিপাত হয়েছে দেশের আরো বেশ কয়েক জেলায়।
এদিকে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি দেখা দিয়েছে।মতিঝিল, পল্টন, গুলিস্তান, আরামবাগ, নয়াপল্টন, কারওয়ানবাজার, বনানী, মহাখালি, ধানমন্ডির মিরপুর রোড, উত্তরার বিমান বন্দর এলাকা, তেজগাঁওসহ অনেক সড়কে পানি উঠে যায়। বিভিন্ন এলাকার অলিগলির সড়কেও পানি জমে যায়। সড়ক ও ফুটপাতে পানি জমে যাওয়ায় পথচারীদের চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে
বৃষ্টি আরো দু’দিন থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন মঙ্গলবার বলেন, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
তিনি আরও বলেন, আগামী ৩ অক্টোবর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কমে আসছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান রয়েছে।