সময় সংবাদ ডেস্ক//
প্রথমার্ধে সাদ উদ্দিনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জয় দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে হৃদয় ভেঙেছে জেমি ডের দলের।
মঙ্গলবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচটিতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ১-১ সমতায় শেষ হয় দুই দলের ম্যাচ। দুর্দান্ত হেডে আদিল খান গোল আদায় করে রক্ষা করেছেন স্বাগতিক ভারতকে।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নামে পরিচিত কলকাতার বিখ্যাত সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়িয়ে ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশ ব্যবধান বাড়ানো একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। তবে প্রথমার্ধে দু-দুটি পেনাল্টি বঞ্চিত হয়েছে বাংলাদেশ। রেফারি সিদ্ধান্ত দিয়েছেন ভারতের পক্ষে।