ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে৩ নভেম্বর --২০১৯ রবিবার জনাব মোঃ মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ, কোটচাঁদপুর থানা, দিক নির্দেশনায় কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই/ খায়রুজ্জামান ও এএসআই / মোঃ আজাদ হোসেন উক্ত ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য গাঁজা সহ১/ আঃরাজ্জাক খাঁন(৩৫) পিতা মৃত তোরাপ আলী সাং লক্ষিকুন্ড ও ফেন্সিডিল সহ আসামী , ২। মোঃ সেলিম (৩৬), পিতা- মোঃ বাহার আলী, সাং- ফুলবাড়ি দক্ষিণ পাড়া, উভয় থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহদ্বয়কে ধৃত করেন। এ সংক্রান্তে কোটচাঁদপুর থানায় পৃথক আইনে দুটি মামলা রুজু করা হয়।
হাসানুর রহমান