মেহের আমজাদ,মেহেরপুর//
নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি, মেহেরপুর পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষে নারী জাগরণের পথিকৃত প্রতিথ যশাঃ বেগম রোকেয়া স্মরণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বেগম রোকেয়া স্মরণে একটি র্যালি বের করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,পৌর সচিব তফিকুল আলম,কাউন্সিলর আল মামুন,নুরুল আশরাফ রাজীব,হামিদা খাতুন আল্পনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন, পৌর সচিব তফিকুল আলম প্রমুখ।