ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪অনুপ্রবেশকারী আটক। এক নারীর ৫০ হাজার টাকা সহ সর্বস্ব লুণ্ঠন করে নিয়েছে দালালরা।
২৮ ডিসেম্বর রাতে হোসনেয়ারা(৩০) নামে এক নারী উপজেলার মাইলবাড়ীয়া সীমান্ত দিয়ে দালাল মাইলবাড়ীয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে সবুর(২৮) ও আশরাফ আলীর ছেলে শাহিন(৩০) এদের মাধ্যমে সীমান্ত পার হয়। এ সময় দালালরা তাকে তাদের নিজস্ব জায়গায় আশ্রয় দিয়ে তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা দাবী করলে সে ৯হাজার টাকা দেয়। এছাড়া তার কাছে ২টি ব্যাগ ছিল তারমধ্যে একটি ব্যাগে ৫০ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র ছিল দালালরা সেটাও কেড়ে নেয়। ব্যাগ ফেরত চাইলে দালালরা তাকে পুলিশের ভয় দেখায়।
এ সময় স্থানীয় লোকজন শ্যামকুড় টহল বিজিবিকে জানালে রাতেই বিজিবি হোসনেয়ারাকে স্থানীয় মহিলা মেম্বার সেলিনার হেফাজতে রাখে এবং রবিবার সকালে শ্যামকুড় বিওপির নায়েক আমিনুল ইসলাম বাদি হয়ে মহেশপুর থানায় হোসনেয়ারা ও ২ দালালের নামে মামলা করে। হোসনেয়ারা জানায়, সে ১০-১২ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোড়ে বসবাস করে আসছিল। ২৮ডিসেম্বর রাতে সে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়। এ সময় দালাল সবুর ও শাহিন তার সাথে খারাপ আচরন করে এবং তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা সহ সকল জিনিসপত্র ছিনিয়ে নেয়।
তিনি দালালদের বিচার সহ টাকা উদ্ধারের দাবী জানিয়েছে। সে জানায় তার বাড়ি খুলনা জেলার খালিশপুর থানার ছোটবয়রা নুর নগরে ছিল। এরআগে গত ২৭শে ডিসেম্বর ১ নারী সহ ৩জন শ্যামকুড় বিজিবির হাতে আটক হয়। এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, রাতেই দালালদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদের পাওয়া যায়নি।