রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীতে বালুবাহি একটি ট্রলার থেকে পড়ে ট্রলারের মাঝি নিখোঁজের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি মিরাজ (৪৫) মাদারীপুর শিবচর থানার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে একটি বালুবাহি ট্রলার দৌলতদিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর ডুবো চরে আটকে ট্রলার থেকে একজন নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়দের নৌকা নিয়ে কিছুক্ষণ খুজাখুজি করলেও নিখোঁজ ব্যাক্তিকে পাওযা যায়নি এবং ওইস্থানে অনেক স্রোত।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।