ভোলা দুলার হাট থানার নুরাবাদ আহম্মদপুর ইউপি নির্বাচন ঘিরে ৪ স্তরের নিরাপত্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

ভোলা দুলার হাট থানার নুরাবাদ আহম্মদপুর ইউপি নির্বাচন ঘিরে ৪ স্তরের নিরাপত্তা



চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি //
ভোলা চরফ্যাশন দুলার হাট থানার ২ টি ইউপি নির্বাচন ঘিরে ৪ স্তরের নিরাপত্তা বলয়ে আগামী কাল অনুষ্ঠিত হচ্ছে নুরাবাদ ও আহম্মদপুরের নির্বাচন-২০১৯

দীর্ঘ নয় বছর পর আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে স্বতস্ফুর্ত ভোটারের উপস্থিতিতে সম্পন্ন হওয়ার আশায় ঢাকা, চট্রগ্রাম, খুলনা,বরিশাল থেকে ভোটারের আগমন লক্ষ্য করা গেছে।  তাই এ নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

আজ রোববার দুপুর থেকে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এসময় তিনি জানান, চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে। ইতমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার, বাক্সসহ সকল ধরণের মালামাল পাঠানো হয়েছে।

দুই ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এদের মধ্যে নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবে আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র ৩জন।

আহম্মদপুর ইউনিয়নে চেয়াম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবে আওয়ামী লীগ মনোনীত এক জন ও স্বতন্ত্র দুই জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দুইটি ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪’শ জন, র‌্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন ও আনসার সদস্য ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন নিয়োজিত থাকবে। নির্বাচনী সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, সীমানা বিরোধের জের ধরে দীর্ঘ নয় বছর ধরে এ দুইটি ইউনিয়নে নির্বাচন বন্ধ ছিলো। আগামীকাল এই দুইটি ইউনিয়নে মোট ৩০ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Post Top Ad

Responsive Ads Here