ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মিছিল প্রস্তুতির সময় পুলিশের হামলায় পন্ড হয়ে গেছে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচি। এ সময় পুলিশ চেয়ার ভাংচুর ও জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদের বাসা তছনছ করে। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত হন ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালী বের করার প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের র্যালীতে বাঁধা দেয়। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদের বাসভবনে নেতা কর্মীরা জড়ো হলে সেখানে পুলিশ হামলা চালিয়ে প্লাসটিকের চেয়ার ভাংচুর ও নেতাকর্মদের মারধর করে। জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ গনমাধ্যমকর্মীদের বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপুর্ন কর্মসূচী পালন করতে চেয়েছিল। কিন্তু এই শান্তিপুর্ণ কর্মসূচীতে বাঁধা দিয়েছে পুলিশ। এছাড়াও চেয়ার ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত এমদাদুল হকের নেতৃত্বে ছাত্রদলের নেতকর্মীদের উপর হামলা চালানো হয়।