করোনা থেকে বাঁচতে দেশবাসীকে যে পরামর্শ দিলেন মোদি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

করোনা থেকে বাঁচতে দেশবাসীকে যে পরামর্শ দিলেন মোদি


করোনার বিস্তাররোধে ভারতজুড়ে চলছে লকডাউন। এদিকে এই লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


ওই ভাষণেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে দীর্ঘদিন ধরে চলা এই লকডাউনকে বিশ্বের ‘বৃহত্তম লকডাউন’ বলা হচ্ছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, সামাজিক দূরত্ব ও লকডাউনের কারণে জাতি অনেক উপকৃত হচ্ছে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি- এর জন্য অনেক বড় মূল্য চুকাতে হচ্ছে। তবে ভারতীদের জীবনের সঙ্গে এর কোনওভাবেই তুলনা চলে না।

ওই ভাষণে করোনা থেকে বাঁচতে তিনি দেশবাসীকে ৭টি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন-

আপনার বাড়ির বয়স্কদের খেয়াল রাখুন, বিশেষ করে যাদের আগে থেকেই কোনও অসুখ রয়েছে। তারা সঠিক স্বাস্থ্যবিধি মানছেন কিনা নজরের রাখুন।

লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে শুধু নয়, আশেপাশের সবাই যাতে নিয়ম মেনে চলেন, সেদিকেও নজর দিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে বাড়িতে বানানো মাস্ক ব্যবহার করুন।

নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে জোর দিন। গরম পানি পান করুন, যোগ ব্যায়াম করুন।

করোনা সংক্রমণ রোধ করতে 'আরোগ্য সেতু' মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। ওই অ্যাপের মাধ্যমে করোনা সতর্কতা বৃদ্ধিতে সামিল হন।

এই সময়টা যতটা পারেন গরিব পরিবারের পাশে দাঁড়ান। তাদের সাধ্যমত সাহায্য করুন।

নিজের ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের সমব্যাথী হবেন। দয়া করে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করবেন না। তাদের সহায় হওয়ার চেষ্টা করুন।

করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন যারা- সেসব চিকিৎসক, নার্স, পরিষ্কাকর্মী, পুলিশ সদস্যদের সম্মান করুন। তাদের যেন কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিন।

মোদি বলেন, সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে লকডাউনের নিয়ম পালন করুন ৩ মে পর্যন্ত। আমরা সবাই রাষ্ট্রকে জীবন্ত ও জাগ্রত রাখব।



সময়/আন্ত/রাজ

Post Top Ad

Responsive Ads Here