ফরিদপুরে যুবদল নেতা পিংকু ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

ফরিদপুরে যুবদল নেতা পিংকু ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন


ফরিদপুর :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ফরিদপুরে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা হতে শহরের গোয়ালচামটস্থ বাসভবনের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়।


মাহবুবুল হাসান পিংকু জানান, দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার এসব দরিদ্র পরিবারের জন্য ১০ টন চাল, ১ টন ডাল, ১ টন আলু, ১হাজার লিটার তেল, ২ হাজার মাস্ক ও ২ হাজার সাবান দেয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল সহ একটি করে সাবান ও মাস্ক। তিনি আরো বলেন এই দুই হাজার খাদ্য দেওয়া ছাড়াও আরো খাদ্য সহায়তা সামনের রোজার ঈদ অবধি অব্যাহত থাকবে।

এই খাদ্য সহায়তা প্রদান কাজে সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের সদস্য আওয়াল খান লালন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক, জেলা যুবদলের মোঃ কবির, অম্বিকাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শুকুর আলী, চরমাধবদিয়া ইউপি ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ কাওসার, মাচ্চর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরমান প্রমুখ অংশ নেন। 

নেতৃবৃন্দ জানান, মাহবুবুল হাসান পিংকুর বাসভবন থেকে এ খাদ্য সহায়তা প্রদান শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নে যেয়ে কর্মহীন দরিদ্রদের বাড়িতে এসব খাবার পৌছে দেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here