বোয়ালমারীতে জমি জমা বিরোধ নিয়ে বাড়িতে ঢুকে হামলা মহিলা সহ আহত ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

বোয়ালমারীতে জমি জমা বিরোধ নিয়ে বাড়িতে ঢুকে হামলা মহিলা সহ আহত ৪


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে জমি জমার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। এ ঘটনায় রিক্তা খানম বাদি হয়ে গত রবিবার ৭ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের আমিন বিশ্বাসের সাথে পাশের দাদপুর গ্রামের রাকিবুল ইসলাম গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ঘটনারদিন দুপুরে রাকিবুল ইসলাম গংরা রিক্তা খানমের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে এ সময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে লাঠিসোঠা নিয়ে বসত বাড়িতে ঢুকে হামলা চালিয়ে রিক্তা খানম (২৭), আমিন বিশ্বাস (৩৬), রিনি বেগম (২৫) ও আমিন বিশ্বাসের মাকে এলোপাথারি মার ধর করে আহত করে। আমিন বিশ্বাসের মাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় রিনি বেগমের কানের দুল ও হাতের এক ভরি ওজনের চুরি, তার (রিক্তা খানম) ১ আনা ওজনের স্বর্ণের চেন, ৮ আনা ওজনের কানের দুল নিয়া যায়। 

এ ব্যাপারে রিক্তা খানম জানান, আমি আমার প্রতিপক্ষের নিকট থেকে চিতার বাজারে ৫শতকের একটি বেশি জমি কিনেছি। সেই জমি আমরা গত ৬ বছর ধরে ভোগদখল করে আসছি। সেই জমির উপর থেকে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর তুলতে গেলে তারা (প্রতিপক্ষরা) বাধা দেয়। ওই জমিতে গেলে আমাদের অকর্থ ভাষায় গালিগালাজ ও মারধর করে। এ ছাড়া জীবন নাশেরও হুমকি দিয়ে আসছে। 

রাকিবুল ইসলাম বলেন, রিক্তা খানমের সাথে আমাদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। তবে আমরা তাদেরকে কোন মারধর করি নাই। 

বোয়ালমারী থানার এসআই সাইফুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here