প্রতিক্ষা............ কবি এম কে জামান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০৪, ২০২০

প্রতিক্ষা............ কবি এম কে জামান

কবি এম কে জামান
   
প্রতিক্ষা


তোমরা কি সেই মুসলমান?
যাদের রক্তের ধমনিতে মিশে আছে,
ন্যায় সত্য পথের বিজয় নিশান।
কাফিরের সাথে প্রতিনিয়ত লড়াই ,
জিম্মি ছিল কত অসহায় মুসলমান ।
তাই বলে থেমে থাকেনি তারা ?
বজ্র কন্ঠে গাইছে সত্য পথের গান ।
তোমরা কি সেই মুসলমান ?
যাদের গর্জে কেঁপে উঠতো
কাফির মুরশিক মুনাফিক বেইমান ।
অন্তরে ভয় ছিল না তাদের ?
ঈমানি শক্তির বলে ছিল বলিয়ান ।
হাসি মুখে তারা দিয়ে যেত প্রান,
যুদ্ধের ময়দান থেকে ইসলামের শত্রুরা।
প্রান নিয়ে করিতো পলায়ন।
যুদ্ধের মাঠে মরে যে মুসলমান।
হাসরের মাঠে পায় সে শহিদের সম্মান।
ভীরু কা-পুরুষের মত করে আছ কেন ?
তোমার শরীরে শক্তি কম মনে কর।
তাই বলে তুমি করে আছ মাথানত ।
কুর- আনের আইন মেনে চল এখন।
এই জীবনে বেচে থাকো যতক্ষন,
হানা হানি মৃত্যু আর নয় কাম্য ।
পৃথিবীতে আসবেই মুসলমানের বিজয়,
কখন ফিরে আসবে সেই মহেন্দ্র ক্ষন ।
সু-শাসনের প্রতিক্ষায় বেচে আছি এখন ।





সময়/নাজ/০৪/০৭/২০২০

Post Top Ad

Responsive Ads Here