ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৩, ২০২০

ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

সময় সংবাদ ডেস্ক//
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়ছে-ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৭০১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৪৮৭ জন। একইদিনে মৃত্যু হয়েছে ৫০০ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৪ জন। 

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পযর্ন্ত করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে, মোট মৃত্যু ১০ হাজার তিনশ জনের মতো।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও উত্তরপ্রদেশ। এই পাঁচ রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৮ দশমিক ১৬ শতাংশ। অপরদিকে ভারতে মোট মৃত্যুর ৮১ দশমিক ৬৫ শতাংশও ওই পাঁচ রাজ্যের।

তবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৮৫০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ। অর্থাৎ ৬১ দশমিক ১ ভাগ মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে।


Post Top Ad

Responsive Ads Here