দ. সুদানে সেনাবাহিনীর সঙ্গে বেসামরিকদের সংঘর্ষ, নিহত ১২৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১২, ২০২০

দ. সুদানে সেনাবাহিনীর সঙ্গে বেসামরিকদের সংঘর্ষ, নিহত ১২৭


সময় সংবাদ ডেস্ক//

দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে সশস্ত্র বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ১২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৩২ জন।

এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮২ জন বেসামরিক নাগরিক ও ৪৫ জন সেনা রয়েছেন।

মঙ্গলবারের তুলনায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওইদিন জাতিসংঘ এক বিবৃতিতে ৭০ জনের নিহতের খবর জানায়। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় মতবিরোধের জের ধরে গত সপ্তাহে দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

ওয়ারাপের টনজ শহরের কাউন্সিলর জেমস ম্যাবিওর মাকুই জানিয়েছেন, সশস্ত্র জনতা স্থানীয় একটি বাজারে সেনা সদস্যদের কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায়। ফলে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সেসময়ে আশেপাশে থাকা বেশ কয়েকজন পথচারীও ওই সংঘর্ষে যোগ দেয়।

উল্লেখ্য, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং প্রতিদ্বন্দ্বী রিক মাচারের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তিতে নাগরিকদের নিরস্ত্রীকরণের বিষয়ে বলা হয়েছিলো।


Post Top Ad

Responsive Ads Here