জাহাজডুবির একদিন পর ১৪ নাবিক জীবিত উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৬, ২০২০

জাহাজডুবির একদিন পর ১৪ নাবিক জীবিত উদ্ধার

সময় সংবাদ ডেস্ক//
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এমভি আখতার বানু’র ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

রোববার দুপুরে হাতিয়ার ভাসানচর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে এমভি আখতার বানু নামে জাহাজটি ডুবে যায়।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, দুপুরে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত জাহাজের ১৪ নাবিককে ভাসতে দেখেন জেলেরা। পরে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলার বুড়ির চর ইউপির সূর্যমুখী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

‘এমভি আখতার বানু’ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, জাহাজটিতে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক এক হাজার ৮০০ টন গম ছিল।


Post Top Ad

Responsive Ads Here