আড়ংকে গুনতে হলো লাখ টাকার জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৮, ২০২১

আড়ংকে গুনতে হলো লাখ টাকার জরিমানা

 স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর আসাটগেটে আড়ংয়ের আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।



সময় সংবাদ ডেক্সঃ

বৃহস্পতিবার শপিং মলগুলো পরিদর্শনে বের হন মেয়র আতিকুল ইসলাম। এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।


মেয়র আতিক বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। কিন্তু আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় এ জরিমানা করা হয়েছে।


ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেতরে মার্ক করা আছে, সেই মার্কের মধ্যে সবাই দাঁড়াবেন। ভুলে গেলে চলবে না আমাদের পরিবার আছে। মেয়র হিসেবে আমি নিজেই এসেছি। আমি বলতে এসেছি যে, আপনাদের নিজেদেরই সাবধান হতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করলে পরিবার বাঁচবে, শহর বাঁচবে এবং দেশ বাঁচবে।

Post Top Ad

Responsive Ads Here