৫০০ মাদ্রাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে,শিক্ষার্থীরা পাচ্ছে এমএ পাশের মর্যাদা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

৫০০ মাদ্রাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে,শিক্ষার্থীরা পাচ্ছে এমএ পাশের মর্যাদা


 

সময় সংবাদ ডেস্কঃ


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার। ৫০০ মাদরাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণও করা হয়েছে। 

সোমবার পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মদের লাইসেন্স দেয় না। 


প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখার আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুল্লাহ।

জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here