শাস্তির কবলে পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২১, ২০২১

শাস্তির কবলে পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি


 



সময় সংবাদ ডেস্কঃ



বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আফিফ হোসেনকে বল ছুঁড়ে মারার দায়ে শাস্তির কবলে পড়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। আফ্রিদি বল হাতে নিয়েই স্টাম্প লক্ষ্য করে ছুঁড়ে মারেন।


এ সময় ক্রিজে দিব্যি দাঁড়িয়েছিলেন আফিফ। রান নেয়ার কোনো চেষ্টাই করেননি তিনি। তা সত্ত্বেও আফ্রিদি গায়ের জোরে বল ছোঁড়েন। যা গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। 


সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান আফিফ। এ সময় আফ্রিদি সহ পাক ক্রিকেটাররা তার কাছে গিয়ে চোট গুরুতর কি না খোঁজ নেন। ম্যাচ শেষে ক্ষমাও চান শাহিন। তবে এই পেসারের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী হওয়ায় শাস্তি থেকে রেহাই পেলেন না। 

Post Top Ad

Responsive Ads Here