পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৪, ২০২১

পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু


 






আন্তর্জাতিক ডেস্ক: 



ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এমন দাবি করেছে মহারাষ্ট্র পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। 


ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় শনিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী ‘সি-৬০ কমান্ডো’এর। গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সেখানে অভিযানে নামে পুলিশ।




 দীর্ঘ সময় ধরে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নিহত হয় ওই মাওবাদীরা। গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানান, এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে। 



এদিকে, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের নাগপুর হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে নিহত মাওবাদীদের মধ্যে নেতৃস্থানীয় কেউ আছেন কি না তা এখনও জানা যায়নি।



Post Top Ad

Responsive Ads Here