কবিরহাটে ইউপি চেয়ারম্যানের মৎস খামারে বিষ,৩০ লক্ষ টাকার মাছের মৃত্যু, থানায় অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০২, ২০২২

কবিরহাটে ইউপি চেয়ারম্যানের মৎস খামারে বিষ,৩০ লক্ষ টাকার মাছের মৃত্যু, থানায় অভিযোগ

কবিরহাটে ইউপি চেয়ারম্যানের মৎস খামারে বিষ,৩০ লক্ষ টাকার মাছের মৃত্যু, থানায় অভিযোগ
কবিরহাটে ইউপি চেয়ারম্যানের মৎস খামারে বিষ,৩০ লক্ষ টাকার মাছের মৃত্যু, থানায় অভিযোগ





আবু সাঈদ শাকিল, নোয়াখালী  প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউয়িনের নব-নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াসের বারি পুকুর এগ্রো মৎস খামারে দুর্বৃত্তরা বিষ ঢেলে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্থ খামার মালিক ইলিয়াস চেয়ারম্যান কবিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার সকালে ক্ষতিগ্রস্থ খামার মালিক ইউপি চেয়ারম্যান ইলিয়াসের সুন্দলপুর ৪নং ওয়ার্ডস্থ তেতুল তলা বারী পুকুর এলাকায় মৎস খামারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৫ ও ৩১ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা তার খামারের ৩ একরের অধিক আয়তনে ৩টি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মাছের মৃত্যু হয়। 
সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইলিয়াস আরও অভিযোগ করেন, ইউপি নির্বাচনে পরাজিত হয়ে কবিরহাট উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন রুমি ও তার দু’ই সহযোগী ভাইসহ ৮-১০ দুর্বৃত্ত আমার মৎস খামারে বিষ ঢেলে দেয়। 
তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরণ দাবী করেছেন। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে নুরুল আমিন রুমি ও তার লোকজন বেশামাল হয়ে আমার কর্মী-সমর্থকদের বাড়ী-বাড়ী গিয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে। এ পর্যন্ত একাধিক মিথ্যা মামলা দিয়ে আমার লোকজনকে পুলিশী হয়রানী অব্যাহত রেখেছে। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তার ক্ষতিগ্রস্থ মৎস খামার পরিদর্শন করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে করিবরহাট থানার ওসি টমাস বড়–য়া বলেন, ইলিয়াস চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here