সালথায় দৈনিক নওরোজ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

সালথায় দৈনিক নওরোজ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সালথায় দৈনিক নওরোজ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


শরিফুল হাসান,সালথা প্রতি‌নি‌ধিঃ

ফরিদপুরের সালথায় কেক কেঁটে জন‌প্রিয় খব‌রের কাগজ দৈনিক নওরোজ পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নও‌রো‌জের উপ‌জেলা প্রতি‌নি‌ধি জা‌কির হো‌সে‌নের আ‌য়োজ‌নে শনিবার (২৯ জানুয়ারি ) বিকাল ৫ টায় সালথা প্রেসক্লাবে এই প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন করা হয়। এরপর আ‌গে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।


সালথা প্রেসক্লা‌বের সাধরণ সম্পাদক আ‌রিফুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, সালথা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম মোল্যা, প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক দিনকালের প্রতিনিধি এফএম আজিজুর রহমান, দৈ‌নিক আজকা‌লের খব‌রের ম‌নির মোল‌্যা, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শরিফুল হাসান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিধান মন্ডল, নও‌রো‌জের উপ‌জেলা প্রতি‌নি‌ধি জা‌কির হো‌সেন প্রমূখ।


আ‌লোচনা সভায় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে দৈ‌নিক নও‌রোজ প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরা হয়, পাশাপা‌শি নও‌রোজ প‌তিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করা হয়।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here