ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন এর উন্নয়ন কর্মকাণ্ডে বড়সড়ো ঘোষণা দিলেন ডক্টর যশোদা জীবন দেবনাথ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন এর উন্নয়ন কর্মকাণ্ডে বড়সড়ো ঘোষণা দিলেন ডক্টর যশোদা জীবন দেবনাথ

 

ফরিদপুর প্রতিনিধি :
এফবিসিসিআইয়ের পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক এবং টেকনো মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ডঃ যশোদা জীবন দেবনাথ ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বড়োসড়ো ঘোষণা দিয়েছেন।


তিনি শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তা বাস নির্মাণের জন্য ৩০লক্ষ টাকা এবং একই সাথে প্রতি মাসে এক টন করে সাধুদের জন্য চাল দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


শনিবার সকাল দশটায় পরিচালনা কমিটির মিটিং এ তিনি এই ঘোষণা প্রদান করেন। 


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, কান্তি বন্ধু ব্রহ্মচারী, অ্যাডভোকেট নারায়ন চন্দ্র দাস, ডা: সুশান্ত কুমার  বিশ্বাস, পরাশর বন্ধু ব্রহ্মচারী, সত্যানন্দ ব্রহ্মচারী, বন্ধু কিশোর ব্রহ্মচারী, অনন্ত কিশোর ব্রহ্মচারী, শুভ কিশোর ব্রহ্মচারী প্রমুখ।


পরিচালনা কমিটির এই মিটিংয়ে ডক্টর যশোদা জীবন আরও বলেন আজ থেকে সাধুরা প্রতি মাসে যে চাল কালেকশন করতেন তা আর করা লাগবে না। আমি প্রতি মাসে এই চাল তাদের জন্য দিব। একইসাথে উন্নয়ন কর্মকাণ্ডে ৩০ লক্ষ টাকা দেবো যাতে বর্তমানে তারা যে ভক্তা বাস নির্মাণ করতে যাচ্ছেন সেটিকে আরো বেশি সুন্দর করে গড়ে তুলতে পারেন। 

Post Top Ad

Responsive Ads Here