ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ এর মৈলিখ প্রশিক্ষনের উদ্বোধন করেন-স্বরাষ্ট্রমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০২, ২০২২

ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ এর মৈলিখ প্রশিক্ষনের উদ্বোধন করেন-স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ এর মৈলিখ প্রশিক্ষনের উদ্বোধন করেন-স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ এর মৈলিখ প্রশিক্ষনের উদ্বোধন করেন-স্বরাষ্ট্রমন্ত্রী 




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী (শহর) প্রতিনিধি

সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ০৩ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল নিয়োগ পেয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) নব-নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  ওই সময়  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

রবিবার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) এর অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক বিপিএমবার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত ট্রেইনি রিক্রুট কনস্টবল ২০২১ ব্যাচের উদ্দ্যেশে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশ আজ উন্নয়নের অগ্রগতি ধারাবাহিকতা অব্যহত রয়েছে। দেশের মান উন্নয়ন বজায় রাখতে হলে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেশের অভ্যন্তরিণ সকল কর্মকান্ডে বাংলাদেশ পুলিশের ভূমিকা অপরিশিম। দেশ উন্নয়নের পুলিশ একটি অংশ। এই দেশের পুলিশকে বিশ্বের সাথে সমতা রেখে আধুনিকায়ন করছেন প্রধান মন্ত্রী। বাংলাদেশ পুলিশে সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ০৩ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল নিয়োগ দেয়া হয়েছে। তাদের উন্নত মানের প্রাশিক্ষন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজে নিয়োজিত করতে হবে। ওই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

অপরদিকে সকাল ১০.৩০টর সময় একাডেমী চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন কেন্দ্রীয় সভানেত্রী, পুনাক বেগম জীশান মীর্জা। উক্ত অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here