বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭মার্চ পর্যন্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০১, ২০২২

বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭মার্চ পর্যন্ত

 

বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে১৭  মার্চ পর্যন্ত
ফাইল ফটো

 নিজস্ব প্রতিবেদকঃ

শর্তসাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলা করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমি বইমেলা আয়োজক কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এটি এখন একটি প্রস্তাব আকারে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


মঙ্গলবার বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এছাড়া বাংলাদেশ বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এবং অন্য একটি প্রকাশনার সিইও মাজহারুল ইসলামও ফেসবুক স্ট্যাটাসে একই তথ্য জানিয়েছেন।


দুপুর সোয়া ২টার দিকে দেওয়া স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লিখেছেন, এ বছর অমর একুশে বইমেলা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির সঙ্গে দুই প্রকাশনা সংস্থার নেতাদের বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়।


এর আগে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও তা দুই সপ্তাহ পিছিয়ে ১৬ জানুয়ারি।


গত ১৮ জানুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান জানান, করোনা পরিস্থিতির কারণে একুশে বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here