করোনায় শনাক্ত কমলেও বিশ্বে বেড়েছে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০১, ২০২২

করোনায় শনাক্ত কমলেও বিশ্বে বেড়েছে মৃত্যু

করোনায় শনাক্ত কমলেও বিশ্বে বেড়েছে মৃত্যু
ফাইল ছবি


 নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ৬ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯০ হাজার ৬১০ জন।

একই সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৩২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক লাখের বেশি কমেছে। মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৯ হাজার ৯০৩ জন।


মঙ্গলবার সকালে করোনভাইরাস-আক্রান্ত, মৃত্যু এবং পুনরুদ্ধারের ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তখন দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৯১৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশে এখন পর্যন্ত ৮ কোটি ৮১ লাখ ২২ হাজার ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯ লাখ ৯ হাজার ৭৩১ জন।


রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬০ জন। এছাড়া মহামারী শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৪৯ জন।


গত দিনে, ফ্রান্সে 62,658 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 347 জন মারা গেছেন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত এ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৬৩০ জন, মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৯৩১ জন।


গত ২৪ ঘণ্টায় তুরস্কে ৯৩,২৬১ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ইতালিতে 58,615 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং 349 জন মারা গেছেন।


এছাড়া, যুক্তরাজ্যে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬৯৬ জন। গত দিনে, কলম্বিয়ায় 15,264 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 221 জন মারা গেছেন।


এছাড়া জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে ইউরোপের দেশটিতে 98,98,344 জন সংক্রমিত হয়েছে এবং 1,18,526 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ইউক্রেনে 22,026 জন নতুন সংক্রমিত হয়েছে এবং 8 জন মারা গেছে।


লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৪২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৬১৮ জন। অন্যদিকে, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৩৬৫ জন।


আর প্রতিবেশী ভারতে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪ কোটি ১৪ লাখ ৮ হাজার ৬১১ জন আক্রান্ত এবং মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৬ জন।


গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ৬১ জন, পোল্যান্ডে ৩৩ জন, কানাডায় ১৩২ জন, আর্জেন্টিনায় ২৬৫ জন, গ্রিসে ১২৭ জন, হাঙ্গেরিতে ১৮ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন এবং ভিয়েতনামে ১০৯ জন মারা গেছেন।


চীনের উহানে 2019 সালের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রথম কেস ধরা পড়ে। এরপর, 11 মার্চ, 2020-এ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে "বৈশ্বিক মহামারী" ঘোষণা করে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here