দোয়ারাবাজারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | সময় সংবাদ |
দোয়ারাবাজার প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাহির, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেলিম হায়দার এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দরা।