আদমদীঘিতে গৃহবধুর বিষপানে মৃত্যু |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে শাহনাজ বেগম (৫০) নামের এক গৃহবধৃ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে। গতকাল বুধবার ২ ফেব্রুয়ারী বেলা ৯টায় নওগাঁ সদর হাসপাতালে সে মারা যায়। মৃত শাহনাজ বেগম আদমদীঘি উপজেলার উথরাইল চকসাবাজ গ্রামের মোস্তফা প্রামানিকের স্ত্রী।
জানাযায়, গতকাল বুধবার সকাল ৭টায় মৃত শাহনাজ বেগমের স্বামী মোস্তফা প্রামানিক শ্রমিক খুঁজতে পাশে গ্রামে যায়। সকাল সাড়ে ৮টায় বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বমি করছে। তাকে অসুস্থ্য অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর বেলা ৯টায় কর্তব্যরত চিকিৎসক শাহনাজকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানা উপ পরিদর্শক নাজমুল হোসেন জানায়, বাদি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।