ফরিদপুরঃ
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম এর বদন্যতায় বাড়ি পেলেন বৃদ্ধা মাহফুজা বেগম। একই সাথে জীবিকার প্রয়োজনে একটা দোকানের ব্যবস্থা করলেন পুলিশ সুপার।
আজ সোমবার ফরিদপুর শহরতলীর চুনাঘাটা মডেল টাউন এ বৃদ্ধা মাহফুজার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এ সময় পুলিশ সুপার দুই কি বারি জাতের আমের চারা রোপণ করেন ।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বৃদ্ধা মাহফুজা তার একমাত্র সন্তানকে নিয়ে গুহ লক্ষ্মীপুর মডেল টাউনের বসবাস করে আসছিলেন। তিনি অত্যন্ত গরীব এবং বাড়ি করার মত আর্থিক সঙ্গতি তার ছিল না । কিন্তু কাঙ্খিত ফলাফল না পেয়ে অবশেষে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান এর শরণাপন্ন হন । পরে পুলিশ সুপারের বদান্যতায় আজ সকালে তার বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এ সময় তার জীবিকা নির্বাহের প্রয়োজনে বাড়ি হস্তান্তর করা হয় । জীবিকার জন্য একটা দোকান ঘরের ও ব্যবস্থা করে দেয়া হয়।এদিকে এ ঘটনাটি জেলা পুলিশের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সচেতন মহল মনে করে।
উল্লেখ করা যেতে পারে জেলা পুলিশ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।একই সাথে তারা অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ , খাবার বিতরণ, দুস্থ গরিব মানুষের মধ্যে বিভিন্ন প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিনের পর দিন সাহায্য সহযোগিতা করে আসছে।