নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে, করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,425। একই সময়ে নতুন করে ১৩ হাজার ১৫৪ জনকে করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৯৮ জন। সনাক্তকরণের হার 29.17 শতাংশ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৫০১ জনকে শনাক্ত করা হয়েছে। সনাক্তকরণ হার ছিল 29.6 শতাংশ।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৯৩৪ জন।
২৪ ঘণ্টায় ৪৫,০৩১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে, সনাক্তকরণের হার ছিল 29.17 শতাংশ। মহামারী শুরু হওয়ার পর থেকে মোট সনাক্তকরণের হার 14.46 শতাংশ।
২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন মারা গেছেন।
6 মার্চ, 2020-এ দেশে প্রথম 3 জন করোনাভাইরাসে আক্রান্ত হন। দশ দিন পরে, সেই বছরের 17 মার্চ, দেশে প্রথম ব্যক্তি ভাইরাসে মারা যান। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ