র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ফেন্সিডিলসহ আটক-২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৩, ২০২২

র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ফেন্সিডিলসহ আটক-২ | সময় সংবাদ

র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ফেন্সিডিলসহ আটক-২ | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে জেলা সদর উপজেলার জামালপুর পুরাতন বাজার জামিউল উলুম হাফেজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মৃত প্রতাপ চৌহানের ছেলে মাদক ব্যবসায়ী শ্রী বিমল চৌহানকে ৫০ লিটার চোলাই মদসহ হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা।


পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।


পরে জয়পুরহাট র‍্যাব-৫ এর আর একটি আভিযানিক দল জেলার পাঁচবিবি উপজেলার পূর্বকরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ওই গ্রামের মৃত.আতিয়ার মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস"কে হাতেনাতে আটক করেছে জয়পুরহাট-৫ এর র‍্যাব সদস্যরা।


পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়। 


এবং র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ ও ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।



  


Post Top Ad

Responsive Ads Here