দোয়ারাবাজারে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ |
হারুন অর রশিদ,দোয়ারাবাজার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কামরুল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১১মার্চ)সকালে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাঁও ( নোয়াগাঁও) গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাঁও ( নোয়াগাঁও) গ্রামের রমজান আলীর ছেলে কামরুল হোসেন (২২) বৃহস্পতিবার (১০ মার্চ)রাত অনুমান ১০ ঘটিকায় রাতের খাবার খেয়ে বাড়ি হতে বাহিরে যায়, বাড়ীর সবাই ঘুমিয়ে ছিলেন।শুক্রবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় কামরুল হোসেনের মাতা আনোয়ারা বেগম ও স্ত্রী সুলতানা বেগম বসতঘরের পিছনে খালি ঘরে বাশের তীরের সাথে গলায় গামছা দিয়া ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পান।পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে পুলিশ নিহত কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যায়নি।