রাঙ্গামাটিতে নারীর পথচলায় করণীয় শীর্ষক আলোচনা সভা | সময় সংবাদ
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
জনস্থানকে নারীবান্ধব ও নিরাপদ করার মাধ্যমে নারীর পথচলায় করণীয় বিষয়ে রাঙ্গাামাটির গণমাধ্যমকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিাই) এর সম্মেলন কক্ষে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা, ইউএনডিপি এর মানবাধিকার কর্মসূচী এবং জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশন নারীর প্রতি সহিংসতা প্রতিরােধে সচেতনতা মূলক ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভার আয়োজন করে।
"নারীর চলার পথ নিরাপদ করতে আমি সচেষ্ট, আপনি?" এই শ্লোগান নিয়ে আলোচনা সভা জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিাই) অধ্যক্ষ ওবায়দুল রহমান সরকার প্রমুখ।
সভায় বক্তারা দেশের সকল জনবহুল স্থানগুলোতে যাতে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য গণমাধ্যমে এই সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করার আহবান জানানো হয়।