আলফাডাঙ্গা ইউনাইটেড একাডেমীর নির্বাচনে আসাদ মাস্টার সমর্থিত প্যানেল বিজয়ী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৩, ২০২২

আলফাডাঙ্গা ইউনাইটেড একাডেমীর নির্বাচনে আসাদ মাস্টার সমর্থিত প্যানেল বিজয়ী | সময় সংবাদ

আলফাডাঙ্গা ইউনাইটেড একাডেমীর নির্বাচনে আসাদ মাস্টার সমর্থিত প্যানেল বিজয়ী | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল ইউনাইটেড একাডেমীর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান (আসাদ মাস্টার) সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছেন। 


বুধবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। ১৯৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন হামিদুল ইসলাম, ১৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হুমায়ন মোল্যা, ১৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন ও ১৫১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আজিম তালুকদার। 


অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসা. শারমিন আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফারজানা আক্তার ১৩১ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।



Post Top Ad

Responsive Ads Here