হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০২, ২০২২

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত | সময় সংবাদ


হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত | সময় সংবাদ
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল ,নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে উপজেলার সিরাজপুর ৭নম্বর ওয়ার্ড হাবিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।


বুধবার (১ জুন) বিকেল ৪ টায় সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ । আর এ সমারোহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্য সীমাবদ্ধ ছিল না। প্রজাতির বৈচিত্র্যও ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বন ভুমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞগন মনে করেন কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় সেই পরিমান বন ভুমি নেই।


তিনি আরও বলেন,প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভুমির যেমন বিরাট ভুমিকা রয়েছে তেমনি সুসম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। চলতি মাসের ২য় সপ্তাহে উপজেলায় কৃষি মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সকলকে আমন্ত্রন জানান কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানা উপ-পরিদর্শক পুষ্প বরন চাকমা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ পলাশ চৌধুরী।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সিরাজপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হারুন অর রশীদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,বসুরহাট পৌর শাখা সভাপতি কামাল উদ্দীন লিংকন, আলাউদ্দিন মানবাধিকার কর্মী প্রমূখ।



Post Top Ad

Responsive Ads Here