
"মেহেরপুরে হেরোইনসহ ধরা খেলেন ২ মাদক ব্যবসায়ী | সময় সংবাদ"
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ইছার উদ্দীনের ছেলে তাইজেল ইসলাম (৪০) ও সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিশ্বজিৎ’র নেতৃত্বে এসআই জুম্মান, এএসআই মাহাতাব, এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে পূর্বেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
