
"রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি | সময় সংবাদ"
রংপুর প্রতিনিধি
রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শেষ হয়েছে। এবার বৃক্ষ মেলায় ২ কোটি টাকা মূল্যের ৪ লাখ বনজ, ফলদ, ঔষধী ও শোভাবর্ধনকারী গাছ বিক্রি হয়েছে।
রোববার বিকেলে জিলা স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসনের আসিব আহসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এ সময় শ্রেষ্ঠ নার্সারি মালিককে পুরস্কৃত করাসহ সামাজিক বন বিভাগের আওতায় গাছের পরিচর্যাকারী ২২ জনকে গাছ বিক্রি হতে প্রাপ্ত অর্থের অংশ প্রদান করা হয়।
