
"বরকে খাইয়ে বিদায়, হলো না বিয়ে | সময় সংবাদ"
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। তবে বিয়ে না হলেও বর এবং সহযাত্রীদের খাইয়ে বিদায় দেওয়া হয়েছে।
ঐ কিশোরী একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের একটি গ্রামের এক যুবকের সঙ্গে ঐ কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। বর সহযাত্রী নিয়ে কনের বাড়িতে যান। এ খবর পেয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে দুপুরে ঐ কিশোরীর বাড়িতে রান্নাসহ বিভিন্ন আয়োজন করা হয়। যথাসময়ে বরযাত্রী আসে। প্রশাসন বাল্যবিয়ে বন্ধ করে দেয়। পরে বরযাত্রীসহ অতিথিদের খাইয়ে বিদায় করে দেওয়া হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ঐ কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঐ কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
