
"নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে এমপি একরাম | সময় সংবাদ"
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নোয়ান্নই গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
সোমবার (৮ আগস্ট) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যান ক্ষতিগ্রস্তদের বাড়িতে। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের একটি বাড়িতে ৪টি ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায়। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ছুটে যান এমপি একরামুল করিম চৌধুরী। এভাবে দীর্ঘদিন থেকে মানুষের বিপদে ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়ান তিনি।
