বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে সহপাঠীর ছুরিকাঘাত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে সহপাঠীর ছুরিকাঘাত | সময় সংবাদ

 

"বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে সহপাঠীর ছুরিকাঘাত | সময় সংবাদ"

নেত্রকোণা প্রতিনিধি


নেত্রকোণার মদন উপজেলায় স্কুলের বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে রবি আওয়াল নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফাহিম নামে তারই এক সহপাঠীর বিরুদ্ধে।

রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত রবি আওয়াল উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের হেলিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বালালী গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে।



 

অভিযুক্ত ফাহিম বাঘমারা গ্রামের জম্মাত মিয়ার ছেলে।


স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষের ভেতরে বেঞ্চে বসা নিয়ে রবি আওয়ালের সঙ্গে কথা-কাটাকাটি হয় ফাহিমের। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে রবি দুপুরে টিফিনের সময় বিদ্যালয় থেকে বের হতেই বন্ধুদের নিয়ে তাকে ছুরিকাঘাত করে ফাহিম।


পরে শিক্ষক-শিক্ষর্থীরা আহত রবি আওয়ালকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Post Top Ad

Responsive Ads Here