মাদক ব্যবসায়ীর পায়ুপথ দিয়ে বের করে আনা হলো ৪ লাখ টাকার ইয়াবা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

মাদক ব্যবসায়ীর পায়ুপথ দিয়ে বের করে আনা হলো ৪ লাখ টাকার ইয়াবা | সময় সংবাদ

 

"মাদক ব্যবসায়ীর পায়ুপথ দিয়ে বের করে আনা হলো ৪ লাখ টাকার ইয়াবা | সময় সংবাদ"

জামালপুর প্রতিনিধি


পাায়ুপথ দিয়ে বের করে আনা হলো ৪ লাখ টাকার ইয়াবা। টেপ মোড়ানো ৩৮ প্যাকেটে ১ হাজার ৩৩৭ ইয়াবা গিলে পেটের ভেতর বহন করছিল ওই মাদক ব্যবসায়ী। র‍্যাবের হাতে আটকের পর তাকে হাসপাতালে নিয়ে ইয়াবাগুলো বের করে আনা হয়।

আটক মাদক ব্যবসায়ী মো. সাদেক কক্সবাজারের টেকনাফ থানার উনছিপ্রাং গ্রামের মো. নাছিরের ছেলে। অপরজন মো. সবুজ জামালপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।



 

রোববার বিকেল ৪ দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।


তিনি জানান, গোপনে খবর পেয়ে সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ছোনটিয়া কাঁচা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় মাদক ব্যবসায়ী মো. সবুজকে আটক করা হয়। তার দেয়া তথ্যে পেটের ভেতর ইয়াবা বহনকারী মাদক ব্যবসায়ী মো. সাদেককে আটক করা হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটের ভেতর ফরেন অবজেক্ট শনাক্ত হয়। পরে তার পায়ুপথ দিয়ে কালো টেপে মোড়ানো ছোট ছোট ৩৮ প্যাকেট ইয়াবা বের করে আনে কর্তব্যরত চিকিৎসক। ওই প্যাকেট গুলোতে সংরক্ষিত ছিল ১ হাজার ৩৩৭টি ইয়াবা। এগুলোর বাজার মূল্য চার লাখ ১১০০ টাকা।


তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। 




Post Top Ad

Responsive Ads Here