দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিথর হলেন যুবক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিথর হলেন যুবক | সময় সংবাদ

 

"দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিথর হলেন যুবক | সময় সংবাদ"

নোয়াখালী প্রতিনিধি 


নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই সিএনজি যাত্রী আহত হয়েছেন।    

রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।



 

এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  


স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওনা করে। পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রাক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ফারুক নিহত ও আরো দুই যাত্রী আহত হন।


সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।





Post Top Ad

Responsive Ads Here