নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেফতার | সময় সংবাদ

 

"নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেফতার | সময় সংবাদ"

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 


নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ময়েজ উদ্দিন সরদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে নওগাঁ শহরের নজিপুর হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।



 

এ নিয়ে ওই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম আলিমুদ্দীন সরদার (৬৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের বাসিন্দা ও ময়েজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।


মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিমুদ্দীন সরদারকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার ১৩ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


উল্লেখ্য, বসতভিটার জমি নিয়ে মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের আলিমুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী রেজাউল ইসলামের বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। এদের মধ্যে ময়েজ উদ্দিন সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।





Post Top Ad

Responsive Ads Here