
"পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু | সময় সংবাদ"
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের খাসমহল এলাকায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- রাশেদ (১১) ও আনিস (৯)।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত শিশু রাশেদ ওই এলাকার আবু তালেবের ছেলে এবং আনিস একই এলাকার রহমত আলীর ছেলে। তার সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় শিশু রাশেদ ও আনিস তাদের বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি শুরু হয়। পরে তাদের বাড়ির পাশের পুকুরে দেহ ভেসে উঠে। স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়ের ধারণা সাঁতার না জানায় পুকুরে গোসল করতে নেমে পানির গভীরে গেলে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
