
"টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক | সময় সংবাদ"
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ৪টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ জাফর আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রোববার (৭ আগস্ট) সকালে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র্যাব।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে জাফর আলমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
