
"তুরাগ নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু | সময় সংবাদ"
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।
এলাকাবাসী জানান, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এ সময় অপর এক শিশু চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে উদ্ধার করে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। পরে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
