নালিতাবাড়ীতে তিন দিনব্যাপি কৃষিমেলা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

নালিতাবাড়ীতে তিন দিনব্যাপি কৃষিমেলা | সময় সংবাদ

 

"নালিতাবাড়ীতে তিন দিনব্যাপি কৃষিমেলা | সময় সংবাদ"

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি


শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তিন দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।



 

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান ও মওদুদ আহম্মেদ প্রমুখ।


মেলার উদ্বোধন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক নারী ও শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিনামূল্যে বিতরণ করা হয়। এই মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। 




Post Top Ad

Responsive Ads Here