
"টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক | সময় সংবাদ"
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া ২৭ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার সকালে হ্নীলা ইউপির ঐ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আমিন (২৩) ও একই ক্যাম্পের বাসিন্দা মো. হোসেন প্রকাশের ছেলে আব্দুল্লাহ (৩০)।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৭০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
